মিশন

আধুনিক বিশ্বে প্রযুক্তি আমাদের জীবনে একটি অংশে রুপান্তরিত হয়েছে। ক্লাস থেকে শুরু করে কেনাকাটা এবং ভার্চুয়াল ইভেন্টস এ সবকিছু সম্ভব হচ্ছে ইন্টারনেটের কল্যানে। এই ইন্টারনেটকে কেন্দ্র করে গড়ে উঠেছে গুগল ও ফেইসবুকের মতোন বড় বড় টেক জায়ান্ট কোম্পানি এবং রাজত্ব করছে অনলাইন দুনিয়াতে। তৈরি হয়েছে মানুষের নতুন কর্মসংস্থানের সুযোগ হয়েছে ঘরে বসে ক্যারিয়ার গড়ার। 

বর্তমান সময়ে বেশিরভাগ বিজনেস অনলাইন নির্ভর হয়ে ওঠছে রুপ নিচ্ছে ই-কমার্সে এবং তারা তাদের বিজনেস প্রচার করছে ফেইসবুক, গুগোল এবং ইউটিউব ইত্যাদি প্লাটফর্মে। কারণ তারা এসকল প্লাটফর্মে বিজ্ঞাপন প্রচার করে টারগেটেড কাস্টমারের কাছে পৌঁছাতে পারে এবং বিক্রি বৃদ্ধি করতে পারে। যারা এসকল প্লাটফর্ম গুলোতে বিজ্ঞাপন দিতে ব্যাবসা প্রতিষ্ঠান গুলোকে সাহায্য করে তারা হলো ডিজিটাল মার্কেটার। কিন্তু দুঃখের বিষয় হলো বর্তমানে দক্ষ ডিজিটাল মার্কেটারের বড়ই অভাব। 

তাই Amit International-এর মূল লক্ষ স্টুডেন্টদের ডিজিটাল মার্কেটিং এ দক্ষ করার পাশাপাশি আর্নিং শুরু করানো যেন তাদের আগ্রহ বৃদ্ধি পায় এবং ঝরে না পড়ে। ফ্রিল্যান্সিং শুধু ভবিষ্যৎ নয় এটি বর্তমান। বর্তমান সময়েই দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ডিজিটাল ফ্রিল্যান্সিং করে প্রতিমাসে বিশাল অংকের ডলার বাংলাদেশে নিয়ে আসছে এবং র‍্যামিটেন্স ফাইটার হয়ে দেশের অর্থনীতিতে বিরাট অবদান রাখছে। 

একটি দেশ যদি চাকরি নর্ভর হয় তাহলে সে দেশ বেশি দূর এগোতে পারবেনা, তাই অমিত ইন্টারন্যাশনালে মিশন বাংলাদেশে সফল র‍্যামিটেন্স ফাইটার তৈরি করা, আত্মকর্মসংস্থানের ব্যাবস্থা করা ও বেকারত্ব দূর করা।

ভিশন

ফ্রিল্যান্সাররা বাংলাদেশের সম্পদ, গর্ব এবং র‍্যামিটেন্স ফাইটার। তাদের আয় করা ডলার প্রতি মাসে দেশের অর্থনীতিতে বিরাট অবদান রাখছে। বাংলাদেশের যুব সমাজ যেন নিজের স্বদেশে থেক ঘরে বসে দক্ষতা অর্জন করে আত্মকর্মসংস্থানের ব্যাবস্থা করতে পারে এবং সফল ফ্রিল্যান্সার হতে পারে সেই ভিশন নিয়ে অমিত ইন্টারন্যাশনালের পথ চলা। 

Amit International-এর টার্গেট বাংলাদেশের বেকারত্বকে দুমড়ে মুচড়ে শেষ করে দেয়া। আমরা আগামী বাংলাদেশ দেখতে চাই বেকারমুক্ত, উন্নত এবং সচ্ছল একটি রাষ্ট্র হিসেবে। এই ভিশন বাস্তবায়নে এ দেশের যুবকদের এগিয়ে আসতে হবে  চাকরির মুখি না হয়ে দক্ষতা অর্জন করে নিজেকে সফল উদ্যোক্তা করার স্বপ্ন দেখতে হবে। তাহলে বাংলাদেশের বেকারত্ব দূর হবে তৈরি হবে নতুন কর্মসংস্থানের আর এগিয়ে যাবে আমাদের সোনার বাংলাদেশ।

উপোরোক্ত বিষয়গুলো এবং যুবক যুবতীদের প্রবল আগ্রহ সহ সবকিছু বিবেচনা করে Amit International নিয়ে এসেছে ডিজিটাল মার্কেটিং উইথ ফ্রিল্যান্সিং অনলাইন ট্রেনিং। এ ট্রেনিং এ একদম জিরো থেকে শেখানো হবে যেন স্টুডেন্টরা খুব ভালো কিছু করতে পারে। যারা ঘরে বসে সফল ফ্রিল্যান্সার হয়ে প্রতি মাসে ভালো একটি রেভেনিউ জেনারেট করতে চান তাদের জন্য আমাদের এ ট্রেনিংটি লাইফ চেঞ্জিং হবে ইনশাআল্লাহ।

সবমিলিয়ে অমিত ইন্টারন্যাশনাল সফল র‍্যামিটেন্স ফাইটার ফ্রিলান্সার গঠনের জন্য কাজ করছে, যাতে নতুন ফ্রিল্যান্সাররা খুব দ্রুত সফল হতে পারেন এবং নিজ পরিবার ও দেশের জন্য খুব ভালো কিছু করতে পারেন। অমিত ইন্টারন্যাশনাল এদেশের যুব সমাজকে চাকরিমুখি না হয়ে সফল উদ্যোক্তা হিসেবে দেখতে চায়।

Scroll to Top